হোম > সারা দেশ > দিনাজপুর

সাবেক এমপি গোপালের দখল থেকে পুকুর উদ্ধারের দাবিতে মানববন্ধন 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে সাবেক এমপি মনোরঞ্জন শীল গোপালের দখল করা পুকুর–কৃষিজমি উদ্ধারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আজ সোমবার উপজেলার ডহচী এলাকায় শতাধিক নারী-পুরুষ এই মানববন্ধন করেন।

এতে বক্তব্য দেন–বড় পোকড়া মজাপুকুর ভূমিহীন কৃষক সমবায় সমিতির নেতা ওসমান আলী, হাসান আলী, আব্দুল কাদের, সোহেল রানা, নুর মোহাম্মদ, সালমা বেগম, শুকুর আলী প্রমুখ।

স্থানীয় বাসিন্দারা জানান, দেশ ভাগের কয়েক বছর পরে ঢাকার গাজীপুর থেকে ৩০ জন মানুষ পরিবার পরিজনসহ ডহচী মজাপুকুর এলাকার জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করে। এ সময় থেকে তারা পুকুরটি ভোগদখল করে আসছিল। পরবর্তীতে ১৯৭৭ সালে সমবায় অধিদপ্তর থেকে সমিতির নামে পুকুরটি নিবন্ধন নিয়ে মাছ চাষ ও পাড়ের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।

বড় পোকড়া মজাপুকুরটি আয়তনে প্রায় ৩৬ বিঘা (পাড়সহ)। ২০০৮ সালে নির্বাচনের পর পুকুর পাড়ের বাসিন্দাদের মামলা ও ভয়ভীতি দেখিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেন এমপি গোপাল ও তার অনুসারী আবুল কালাম ওরফে হাঁস কামাল নামের এক ব্যক্তি। সে সময় তাদের জানানো হয়, পুকুরসহ এই সম্পত্তি নুর বানু নামে এক নারীর কাছ থেকে গোপাল ক্রয় করেছেন।

পুকুর পাড়ের বাসিন্দা ওসমান আলী (৭৪) বলেন, ‘পাকিস্তান আমল থেকে আমরা সমবায় সমিতির মাধ্যমে পুকুরে মাছ চাষ করছি ৩০ জন মৎস্যজীবী। হঠাৎ জানতে পারলাম, এমপি নাকি পুকুরটা কিনেছে। আমাদের বিতাড়িত করে আয় রোজগারের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এমপির বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই।’

সালমা বেগম (৫৩) বলেন, ‘আমাদের উচ্ছেদ করে পাশে ৫ শতক করে জমি দিয়েছে বাড়ি করার জন্য। তাও টাকা নিয়েছে ৫০ হাজার করে। যুগ পার হয়ে গেলেও রেজিস্ট্রি করে দেয় নাই।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ