হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ছিনতাই মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার, থানার ফটকে সমর্থকদের মিছিল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

চেয়ারম্যানের মুক্তি চেয়ে থানার ফটকে সমর্থকদের মিছিল। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান মতিকে আজ বুধবার ভোরে পীরগঞ্জ গড়গা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মতিউর রহমান হোসেনগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন।

এদিকে মতিকে মুক্তির দাবিতে আজ সকাল থেকে চেয়ারম্যানের গ্রামের এলাকার ও আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী থানার ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা সড়কে যান চলাচলও বন্ধ করে দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুজনকে আটক করে পুলিশ।

জানা গেছে, এর আগে গতকাল মঙ্গলবার হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মনতাজ আলীকে হোসেনগাঁও ইউনিয়নের বারোঘরিয়া নামের স্থানে মোটরসাইকেল পথরোধ করে মতিউর রহমান মতিসহ তাঁর সহযোগী আনোয়ার হোসেন ও মনির মিলে হামলা চালিয়ে নগদ ১ লাখ টাকা ও হোন্ডা লিভো গাড়ি ছিনতাই করেন। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে চেয়ারম্যান ও তাঁর সহযোগীরা সেখান থেকে সরে পড়েন। স্থানীয় বাসিন্দারা মনতাজ আলীকে অসুস্থ অবস্থায় রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা সৃষ্টি হলে মনতাজ আলী বাদী হয়ে গতকাল রাতে ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও হোসেনগাঁও ইউনিয়নের বিলপাহাড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আনোয়ার ও কলিগাঁও গ্রামের ওবাইদুর রহমানের ছেলে মনিরের নাম উল্লেখ করে একটি ছিনতাই মামলা রাণীশংকৈল থানায় দায়ের করেন।

হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মনতাজ আলী বলেন, ইউপি চেয়ারম্যান মতি আচমকা হামলা করে টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, আইনের বাইরে অযোক্তিক কোনো দাবি কেউ করলে তো তা মানা যায় না। ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের বিরুদ্ধে থানায় ছিনতাই মামলা হয়েছে। তাই তাঁকে আইনের আওতায় নেওয়া হয়েছে।

ওসি জানান, কিছু উচ্ছৃঙ্খল মানুষ সকাল থেকে থানার গেটের সামনে অবস্থান নেন। পরে ইউএনও মহোদয়ের নির্দেশে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওই ইউপি চেয়ারম্যানকে ছিনতাই মামলায় ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ