হোম > সারা দেশ > পঞ্চগড়

৮ মাসের সন্তানকে বালিশ চাপায় হত্যা, মাকে কারাদণ্ড

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ে ৮ মাসের শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মা হামিদা আক্তারকে (২৭) ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনিছুর রহমান এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম।

জানা গেছে, দণ্ডপ্রাপ্ত হামিদার বাড়ি জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে দোহশুহ এলাকায়। তিনি ওই এলাকার হাসান আলীর মেয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি তার বাবার বাড়িতে থাকতেন। 
গত ২০১৭ সালে ১৩ এপ্রিল ৮ মাস বয়সী শিশু সন্তান ইমরান আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগে আটোয়ারী থানায় অভিযোগ দায়ের করে শিশুটির চাচা মজনু মিয়া।

মামলার বাদী মজনু হক বলেন, আমার ভাইয়ের সঙ্গে হামিদার বিচ্ছেদের চার দিন পর খবর পাই আমার ভাতিজা মারা গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি ভাতিজা ইমরানকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর পুলিশ হামিদা এবং তাঁর মা খোদেজা বেগমকে আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগের সত্যতা মেলায় আদালত প্রধান আসামি হামিদা আক্তারকে ১০ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন। এ মামলার অপর দুই আসামি হামিদার মা খোদেজা এবং বাবা হাসান আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ