হোম > সারা দেশ > রংপুর

কালীগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৮) নামে এক তামাক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী গ্রামের মো. তোজাম্মেল হোসেনের ছেলে। আহতরা হলেন, নিহত শহিদুলের ভাই শহিদার রহমান ও অটোরিকশার চালক আনিছার রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে একটি অটোরিকশা করে উপজেলার বানিনগর এলাকায় আকিজ টোব্যাকো কোম্পানিতে তামাক বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলেন শহিদুল ও তাঁর ভাই শহিদার। তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের গাড়িটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে শহিদুল ইসলাম মারা যান। এ ঘটনায় অটোরিকশা চালক আনিছার ও শাহিদার রহমান গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিকাতুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনকেই হাসপাতালে আনা হয়েছিল। এদের একজন হাসপাতালে আনার আগেই মারা যান। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক ও সহযোগী পলাতক রয়েছেন। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ