শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে মো. আব্দুল আজিজ গাজী (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার বেলা ৩টার দিকে উপজেলার পূর্ব কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।
কৈখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানান, আব্দুল আজিজ তাঁর ধানের জমিতে কীটনাশক ছিটানোর কাজ করছিলেন। বেলা ৩টার দিকে হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।