হোম > সারা দেশ > রংপুর

ওটিপি দিতে না চাওয়ায় মামলার হুমকি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

২০ জন সন্দেহভাজনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইউরোপীয় তদন্ত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চেয়েছে এক প্রতারক। ওটিপি দিতে অস্বীকৃতি জানানোয় ওই ব্যক্তির নামে মামলা করার হুমকি দিয়েছে ওটিপি চাওয়া ব্যক্তি।

প্রতারকের হুমকির শিকার হওয়া ব্যক্তির নাম লিয়াকত আলী (৪৬)। তিনি চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইমান আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে অজ্ঞাতনামা ব্যক্তি পুলিশ পরিচয়ে ফোন দেয়। পুলিশ পরিচয় দেওয়া ব্যক্তি দাবি করে লিয়াকত আলী হোয়াটসঅ্যাপে রাজনৈতিক গ্রুপ পরিচালনা করে। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি হোয়াটসঅ্যাপের ওটিপি চায়। ওটিপি দিতে অস্বীকৃতি জানালে মামলা করার হুমকি দেয় অজ্ঞাতনামা ওই ব্যক্তি।

লিয়াকত আলী বলেন, ‘আমি হোয়াটসঅ্যাপে কোনো প্রকার রাজনৈতিক গ্রুপ চালাই না। হোয়াটসঅ্যাপ গ্রুপের ওটিপি কোথায় পাব। আর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপের ওটিপি অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করা বোকামি। তাই ওটিপি দিতে অস্বীকৃতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে ফোনকারী অজ্ঞাতনামা ব্যক্তি আমার নামে মামলা করবে বলে হুমকি প্রদান করে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানায় একটি জিডি করা হয়েছে।’

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে ফোনে হুমকি পাওয়া ব্যক্তি জিডি করেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড