হোম > সারা দেশ > দিনাজপুর

খানসামায় বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের খানসামা উপজেলায় ১৯ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জিতেন রায় (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। আজ বুধবার বিজ্ঞ আদালত তাঁকে জেলহাজতে পাঠান। অভিযুক্ত জিতেন একই এলাকার মংগুলু চন্দ্র রায়ের ছেলে। 

গত শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় ভুক্তভোগীর নিজ বাড়ি উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের হোসেনপুর গ্রামের অর্জুনপাড়ায় ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী দিয়ে আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। এরপরই অভিযুক্ত জিতেনকে গ্রেপ্তার হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জিতেন রায় ভুক্তভোগীর বাড়িতে একা পেয়ে প্রায়ই নানা কুপ্রস্তাব দেন। এ ছাড়া বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গোপনে বেশ কয়েকবার তাঁকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়ে বাক ও বুদ্ধি প্রতিবন্ধীর পরিবার জানতে পেরে জিতেনকে বললে তিনি ওদের ওপর ক্ষিপ্ত হন। এ ছাড়া ভুক্তভোগী ও তার মা'কে হত্যার হুমকিও দেন তিনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার বিকেল ৫টায় তার মায়ের অনুপস্থিতিতে ভুক্তভোগীর শয়নকক্ষে ধর্ষণ করেন। এ সময় তরুণীর মা বাড়িতে আসেন। জিতেন সেটি টের পেয়ে কৌশলে তাঁদের ধাক্কা দিয়ে পালিয়ে যান। 

ভুক্তভোগীর মা জানান, তাঁর প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে অভিযুক্ত জঘন্যতম একটি অপরাধ করেছে। এটির উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি শেখ কামাল হোসেন বলেন, ধর্ষক জিতেন রায়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ