হোম > সারা দেশ > দিনাজপুর

গোয়ালে পরিণত হয়েছে স্কুল!  

প্রতিনিধি, নবাবগঞ্জ

করোনাভাইরাস মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ উপেজলার ভাদুরিয়া ইউনিয়নের হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গোয়ালে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা না আসায় স্কুলটির ভেতরে বেঁধে রাখা হচ্ছে গরু-ছাগল। 

সরেজমিনে দেখা যায়, স্কুলটির বারান্দায় প্রবেশের গ্রিলের দরজা নেই। পাশাপাশি বারান্দাতেও গরু ছাগলের মলমূত্রতে  ঠাসা ।  পাশাপাশি স্কুলের ভেতরও কয়েক টি ছাগলের বিশ্রাম নিতে দেখা যায়।

স্থানীয় মো. শরিফুল ইসলাম জানান, বিদ্যালয়ের পাশের কয়েকটি পরিবার স্কুল মাঠে গবাদিপশু চড়ান, হঠাৎ বৃষ্টি নামলে স্কুলের বারান্দায় রাখেন । এতেই বিদ্যালয় নোংরা হয়েছে। স্কুল খোলা থাকলে তো তারা সে সুযোগ পাবে না।

এ বিষয়ে জানতে চাইলে হরিনাথপুর ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ হাসান রেজা জানান, শিক্ষার্থীরা গেটের গ্রিলে দোল খেয়ে তা ভেঙে ফেলছে। মেরামত করার জন্য লোক পাচ্ছি না । খুব  শিগগিরই মেরামত করা হবে ।

গরু-ছাগল রাখার বিষয়ে তিনি জানান, স্থানীয় লোকজনদের সঙ্গে আমরা পেরে উঠছি না, তারা প্রতিষ্ঠানটিকে নিজেদের সম্পত্তি মনে করে । বিদ্যালয়ের সীমানা প্রাচীরের জন্য আবেদন করেছি । আশা করি চারদিকে প্রাচীর হলে এমন সমস্যা এড়ানো সম্ভব হবে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, আমরা প্রতিষ্ঠানগুলোকে আগেই বলে দিয়েছি যেন কোনো  স্কুলে গরু-ছাগল না রাখে । এখনই ওই প্রতিষ্ঠানকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাগিদ দিচ্ছি। শিগগিরই সীমানা প্রাচীরের জন্য ব্যবস্থা করা হবে ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ