হোম > সারা দেশ > দিনাজপুর

ঘোড়াঘাটে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে সুজন চৌধুরী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী দুল্লী রানীকে আটক করা হয়েছে।

সুজন চৌধুরী কুলানন্দপুর গ্রামের হংসলাল চৌধুরীর ছেলে। তাঁর স্ত্রী দুল্লী রানী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শ্রী সিদ্ধুর মেয়ে।

সুজনের পরিবারের দাবি, আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সুজনের বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। কাজ শেষে ঘরে ফেরার সময় দেখতে পান বাড়ির পাশের বাঁশঝাড়ে অন্ধকারে তাঁর ছেলের বউ দাঁড়িয়ে আছেন। শ্বশুরকে দেখে তিনি নিজেকে আড়াল করার চেষ্টা করেন। পরে তিনি ঘরে গিয়ে দেখেন তাঁর ছেলে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বিছানায় পড়ে আছে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে সুজনের স্ত্রীকে আটক করে। স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সুজনের বাবা হংস লাল বলেন, ‘হামার ব্যাটা বউ ওড়না প্যাঁচা দিয়া হামার ব্যাটাক মারছে।’

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড