হোম > সারা দেশ > গাইবান্ধা

গ্রামের মানুষের চলাচলের ভরসা বাঁশের সাঁকো

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা নড়বড়ে একটি বাঁশের সাঁকো। বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। 

সরেজমিনে গিয়ে জানা যায়, জুমারবাড়ী-সোনাতলা সড়কের পাশে উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাজিতনগর বাজারের পশ্চিম পাশে ছোট খালের ওপর নেই কোনো সেতু। এর ফলে কয়েক যুগ ধরে কামালের পাড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের হাজার হাজার মানুষকে বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার করতে হচ্ছে। 

সেতুর অভাবে চরপাড়া গ্রামে কোনো ধরনের যানবাহন চলাচল করতে না পারেন না। চরবাসী নিজেদের উৎপাদিত শস্য বিক্রির জন্য মাথায় বা কাঁধে করে হাটে-বাজারে নিয়ে যেতে হয়। বর্ষা এলে দুর্ভোগ পৌঁছায় আরও চরমে। 

ওই গ্রামের ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, এলাকার লোকজন প্রতি বছর নিজ খরচে বাঁশের সাঁকোটি মেরামত করে। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গেলে তার শুধু আশ্বাস দেন কোনো কাজ হয় না। 

কামালের পাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজুর সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘সমস্যাটা আমার ইউনিয়নের মানুষের, কিন্তু খালের জায়গা টুকু জুমারবাড়ী ইউনিয়নের। এ জন্য সেখানে ব্রিজ করতে জটিলতা রয়েছে। 

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, জায়গাটা তার দেখা নেই। এখন জায়গাটি দেখে সেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে। 

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ