ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় একটি বাড়িতে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পরীক্ষিত রায় নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলার রাজোর কাতিহার মন্দিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরীক্ষিত রায় উপজেলার চোপড়া উত্তরপাড়া এলাকার খিরিন্দ্র নাথ রায়ের ছেলে।
জানা গেছে, মন্দিরপাড়া এলাকার একটি বাড়িতে নির্মাণকাজ করছিলেন পাঁচ শ্রমিক। তাঁদের মধ্যে পরীক্ষিত রায় মেশিন দিয়ে রড কাটছিলেন। এ সময় বিদ্যুতের তার ছেঁড়া থাকায় ওই স্থানে পরীক্ষিতের হাত বিদ্যুতায়িত হয়। তাঁর সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাঁকে উদ্ধার করে পাশের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনম বলেন, রাণীশংকৈল থানা-পুলিশের ক্লিয়ারেন্স পেলে মরদেহ হস্তান্তর করা হবে।