হোম > সারা দেশ > রংপুর

বন্ধ করা হলো অননুমোদিত পেট্রলপাম্প, ১০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

পেট্রলপাম্পের দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অননুমোদিত পেট্রলপাম্প বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাম্পটির দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। এ ছাড়া পেট্রলপাম্পের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।

উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুরের বিজিবি চেকপোস্ট এলাকায় পেট্রলপাম্পটি স্থাপন করা হয়েছিল। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস অভিযান চালিয়ে পেট্রলপাম্পটি বন্ধ করে দেন।

জানা গেছে, তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসা করার ট্রেড লাইসেন্স নেন আলাউদ্দিন নামের এক ব্যক্তি। তিনি দক্ষিণছাট গোপালপুরের বিজিবি চেকপোস্ট এলাকার পাশে তেলের পাম্প স্থাপন করে পেট্রল ও ডিজেল বিক্রি শুরু করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে সেটি বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি। পেট্রোলিয়াম আইনের ২০-এর (১)-ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি পেট্রলপাম্পের মালিক। তাই দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু