হোম > সারা দেশ > রংপুর

বন্ধ করা হলো অননুমোদিত পেট্রলপাম্প, ১০ হাজার টাকা জরিমানা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি 

পেট্রলপাম্পের দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি অননুমোদিত পেট্রলপাম্প বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় পাম্পটির দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়। এ ছাড়া পেট্রলপাম্পের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে।

উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণছাট গোপালপুরের বিজিবি চেকপোস্ট এলাকায় পেট্রলপাম্পটি স্থাপন করা হয়েছিল। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস অভিযান চালিয়ে পেট্রলপাম্পটি বন্ধ করে দেন।

জানা গেছে, তিলাই ইউনিয়ন পরিষদ থেকে খুচরা তেল ব্যবসা করার ট্রেড লাইসেন্স নেন আলাউদ্দিন নামের এক ব্যক্তি। তিনি দক্ষিণছাট গোপালপুরের বিজিবি চেকপোস্ট এলাকার পাশে তেলের পাম্প স্থাপন করে পেট্রল ও ডিজেল বিক্রি শুরু করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ দুপুরে সেটি বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়া জ্বালানি বিক্রি কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি। পেট্রোলিয়াম আইনের ২০-এর (১)-ঙ ধারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও গোলাম ফেরদৌস বলেন, পাম্প পরিচালনার জন্য বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনুমোদনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি পেট্রলপাম্পের মালিক। তাই দুটি ডিসপেনসার মেশিন জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার