হোম > সারা দেশ > রংপুর

সারের দাম বেশি নেওয়ায় বিসিআইসির ২ ডিলারের জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় বেশি দামে সার বিক্রির অপরাধে বিসিআইসির দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা তারিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা. শাহানাজ পারভিন, কৃষি সম্প্রসারণ অফিসার কল্লোল কিশোর সরকারসহ কাউনিয়া থানা-পুলিশের একটি দল।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভিন জানান, আমন মৌসুমে সারের চাহিদা রয়েছে। সারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও উপজেলার কিছু অসাধু সার ডিলার সার বেশি দামে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা তারিনের নেতৃত্বে হলদীবাড়ী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসির সার ডিলার মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতি এবং গাজিরহাট বাজার এলাকায় মেসার্স মজিবর ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে সারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রিসহ ভুয়া ক্যাশ মেমো ব্যবহার অপরাধে দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও তাহমিনা তারিন জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতির নজরুল ইসলামকে ৫ হাজার এবং মেসার্স মজিবর ট্রেডার্সে মজিবর রহমানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, সার নিয়ে কোনো ডিলার বা ব্যবসায়ী কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ