হোম > সারা দেশ > রংপুর

সারের দাম বেশি নেওয়ায় বিসিআইসির ২ ডিলারের জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় বেশি দামে সার বিক্রির অপরাধে বিসিআইসির দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাহমিনা তারিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ অভিযানে তাঁর সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোছা. শাহানাজ পারভিন, কৃষি সম্প্রসারণ অফিসার কল্লোল কিশোর সরকারসহ কাউনিয়া থানা-পুলিশের একটি দল।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভিন জানান, আমন মৌসুমে সারের চাহিদা রয়েছে। সারের পর্যাপ্ত সরবরাহ থাকার পরও উপজেলার কিছু অসাধু সার ডিলার সার বেশি দামে বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা তারিনের নেতৃত্বে হলদীবাড়ী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিসিআইসির সার ডিলার মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতি এবং গাজিরহাট বাজার এলাকায় মেসার্স মজিবর ট্রেডার্সে অভিযান চালানো হয়। সেখানে সারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রিসহ ভুয়া ক্যাশ মেমো ব্যবহার অপরাধে দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও তাহমিনা তারিন জানান, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় মেসার্স কাউনিয়া বালাপাড়া বণিক সমিতির নজরুল ইসলামকে ৫ হাজার এবং মেসার্স মজিবর ট্রেডার্সে মজিবর রহমানের ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, সার নিয়ে কোনো ডিলার বা ব্যবসায়ী কারসাজি করলে তাঁদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ