হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫

প্রতিনিধি, বীরগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের বীরগঞ্জে দুই ছাত্রছাত্রীকে আটকে রেখে ১ লাখ টাকা দাবি করায় ইউপি সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়। 

জানা যায়, গতকাল সোমবার বিকেলে উপজেলার কল্যাণী গ্রামের দারিয়াপুর আলিম মাদ্রাসার ১০ম শ্রেণির দুই ছাত্রছাত্রী মোটরসাইকেল নিয়ে ভোগডোমা শালবন জাতীয় উদ্যানে ঘুরতে যায়। এ সময় রাজিবপুর গ্রামের সেকেন্দারের ছেলে রাকিব হাসান, পশ্চিম ভোগডোমা গ্রামের হেলালের ছেলে রাকিউল, নিজপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে রাসেলসহ মোট ৫ জন তাঁদের আটকে রেখে মোটরসাইকেল, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। একই সাথে তাঁদের পাল্টাপুর ইউনিয়নের ইউপি সদস্য কানচু মেম্বারের বাড়িতে নিয়ে আটক রাখে। পরে ওই দুই ছাত্রছাত্রীকে ছাড়ার জন্য ১ লাখ টাকা দাবি করা হয়।

এ ঘটনায় পুলিশ কানচু মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ছাত্রছাত্রী, মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করে। পরে ওই ছাত্রের দুলাভাই বাদী হয়ে আজ বীরগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলা নম্বর- ০৩।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন ঘটনা ও মামলার কথা নিশ্চিত করে বলেন, মামলার ভিত্তিতে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ