হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই হোটেল শ্রমিক নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

লাশের জন্য ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অপেক্ষা করছেন নিহতের স্বজনরা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় দুই হোটেল শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১টায় পৌরসভার সামনে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফুলবাড়ী পৌর এলাকার চক শাহবাজপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মো. লুৎফর রহমানের ছেলে সোহাগ হোসেন (২৬) এবং বিরামপুর উপজেলার কুর্শাখালী বুকচী গ্রামের মৃত নজমুল হকের ছেলে মো. তোজাম্মেল হক (৩৬)। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সোহাগ হোসেন পৌর শহরের ঢাকা মোড়ে মজনু হোটেলে কাজ করতেন এবং তোজাম্মেল হক পৌর শহরের নিমতলা মোড়ে রাজধানী হোটেলে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে দুজনে শুক্রবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে ঢাকা মোড় থেকে মোটরসাইকেলযোগে পৌর শহরের পশ্চিম গৌরীপাড়ার ভাড়া বাসায় যাচ্ছিলেন। পথে পৌরসভার সামনে বিরামপুর থেকে ছেড়ে আসা একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই সোহাগ হোসেন মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তোজাম্মেল হকও মারা যান।

ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, খরব পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। অজ্ঞাত ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় নিহত সোহাগ হোসেনের বড় ভাই রশিদুল ইসলাম বাদী হয়ে সড়ক আইনে অজ্ঞাতনামা ট্রাকের চালক ও সহোযোগীর নামে থানায় একটি এজাহার দাখিল করেছেন। শনিবার সকালে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড