হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ল গরু-ঘরবাড়ি, সর্বস্ব হারাল চার পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

আগুনে চারটি পরিবারের ঘর ও সেগুলোর মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও গ্রামে আগুনে চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। রোববার রাত পৌনে ১০টার দিকে শাহারুল ইসলামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে চারটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। ভস্মীভূত হয়েছে অন্তত আটটি ঘর ও সেগুলোর মালামাল।

চারটি পরিবার দাবি করেছে, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে তাদের। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি পরিবারের সব শেষ হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত শাহারুল ইসলাম বলেন, ‘গরুর ঘরে কয়েল দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে বেরিয়ে দেখি, আমার গরুগুলো আগুনে ছটফট করছে। কোনো কিছুই আর বাঁচাতে পারিনি। আমার চারটা গরু, একটা ছাগল সব পুড়ে গেল।’

পাশের বাড়ির খালেকও গরু ও ছাগল হারিয়েছেন। তিনি বলেন, ‘এই গরুটা ছিল আমার একমাত্র ভরসা। আগুন শুধু গরুই না, আমার ঘরবাড়িও শেষ করে দিয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব জানি না।’ অন্য দুই ক্ষতিগ্রস্ত মুসলিম উদ্দিন ও তোসলিম উদ্দিন জানান, পুড়ে যাওয়া ঘরে ছিল তাদের ধান-চাল, বিছানাপত্র, জামা-কাপড় ও প্রয়োজনীয় সব জিনিসপত্র। আগুনে কিছুই অবশিষ্ট নাই।

গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘রাতে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে খাদ্য ও বস্ত্র দিয়ে সহায়তা করা হয়েছে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড