হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে বিদ্যুতের মিটার বিস্ফোরণে পুড়ল ৬ পরিবারের ১১ ঘর

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে পল্লী বিদ্যুতের মিটার বিস্ফোরণে ছয় পরিবারের ১১ ঘর পুড়ে গেছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে জেলা সদরের রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায়, শনিবার দুপুরে গ্রামের বশিয়ার রহমানের বাড়িতে পল্লী বিদ্যুৎ সমিতির পুরাতন একটি মিটার বদলিয়ে নতুন মিটার স্থাপন করা হয়। মিটার স্থাপনের কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আগুণের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে।

এ সময় বশিয়ার রহমান, রশিদুল ইসলাম, সহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ, আব্দুস সালাম, আবুল কাশেমসহ ছয় পরিবারের ১১টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান, চালসহ অন্যান্য কৃষিপণ্য ও বশিয়ার রহমানের নগদ আড়াই লাখ টাকা পুড়ে যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৩৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

নীলফামারী দমকল বাহিনীর সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দিন অগ্নিকান্ডের ঘটনা নিশ্চিৎ করে বলেন, ‘বৈদ্যতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে ৯টি ঘরসহ রক্ষিত মালামাল পুড়ে যায়। এ ঘটনায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সুলতান নাছিমুল হক বলেন, ‘এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে জানা যাবে কি কারণে ঘটনাটি ঘটেছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা