গাইবান্ধার পলাশবাড়ীতে খেলতে গিয়ে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় শিশু বায়েজিদ (৪)। এর পাঁচ দিন পর আজ শনিবার ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা বালুখোলা গ্রামে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাজু ইসলাম। তিনি বলেন, ‘নিজেদের বাড়ির ৫০০ গজ সামনের ধানখেতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে।’
নিহত বায়েজিদ বালুখোলা গ্রামের সৌদিপ্রবাসী তাহারুল ব্যাপারীর ছেলে। সে গত সোমবার নিখোঁজ হয়। এই ঘটনার গত মঙ্গলবার তার মা রায়হানা বেগম পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বায়েজিদের পরিবারের বরাত দিয়ে এসআই রাজু জানান, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় বায়েজিদ। পরে সে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পায়নি পরিবারের লোকজন। এরপর আজ বিকেলে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মা রায়হানা বেগম বলেন, ‘বায়েজিদ প্রতিদিনই বাড়ির পাশে খেলতে যেত। আবার কিছুক্ষণ পরপর ফিরে আসত। কিন্তু আজ সে ফিরল, তবে লাশ হয়ে।’