লালমনিরহাটের কালিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে ব্যবসায়ীরা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
তুষভান্ডার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তালেব মিলুর সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে সুশীল সমাজের নাগরিক ও ব্যবসায়ীরা বক্তব্য দেন।
এ সময় বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ত্রাসীদের ধারালো অস্ত্র দিয়ে বাড়ির পাশে কুপিয়ে ব্যবসায়ী মশিউর রহমান বিপ্লবের তিন লাখ টাকা ছিনতাই করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।