গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে রায়হান মিয়া (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রায়হান ওই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে। সে স্থানীয় ফকিরহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, রাতে রায়হান তার বাবার সঙ্গে চৌরাস্তা বাজারে পান-সিগারেটের দোকানে ছিল। রাতে বৃষ্টি হওয়ায় বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টি থামলে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আহত হয় রায়হান। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বলেন, আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।