গাইবান্ধার পলাশবাড়ীতে হাঁটে যাওয়ার পথে ট্রাকচাপায় আ. গোফফার মিয়া (৫৫) নামে এক সবজিচাষি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের ব্র্যাক মোড় সবজিহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোফফার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা।
হাটের সাব-ইজারাদার শফিকুল ইসলাম জানান, সকালে বাইসাইকেলে করে কচু নিয়ে হাটে বিক্রি করতে আসেন গোফফার। তিনি মহাসড়ক পারাপারের সময় বগুড়া থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন গোফফার।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।