জামালপুরের সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে ২২ লাখ টাকার হেরোইনসহ ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ইউসুফ আলী টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাজানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
র্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রামে র্যাব—১৪, সিপিসি—১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে অভিযান চালায় র্যাব। অভিযানে ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে ৪৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে রাতে একটি মামলা দায়ের করা হবে।