হোম > সারা দেশ > দিনাজপুর

হিলিতে ৪ সেমাই কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা 

হিলি দিনাজপুর প্রতিনিধি

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি ও বিক্রির দায়ে দিনাজপুরের হিলিতে চার সেমাই কারখানাকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়। আজ সোমবার হিলির ডাঙ্গাপাড়ায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অনুমোদনহীন ও কেমিক্যাল দিয়ে সেমাই তৈরি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে হিলির ডাঙ্গাপাড়ায় চারটি সেমাই কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বেশির ভাগ কারখানায় কর্মরত শ্রমিকেরা অ্যাপ্রোন ও ক্যাপ ছাড়াই সেমাই তৈরি করছেন।’  

সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ‘এমনকি মাটির ঘরে তারা এসব সেমাই তৈরির কাজ করছেন। এতে করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি ও বিএসটিআইয়ের লাইসেন্স না থাকায় সতর্কতামূলক চারটি প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকলে তাদের ফ্যাক্টরি বন্ধ করাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ