হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে টাকা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুয়ার আসর থেকে সাতজনক আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার মধ্য কাশিপুর এলাকার ফজলু মিয়ার বাড়ির পাশের জুয়ার আসর থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে নগদ টাকা, তাস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্ৰামের আব্দুস ছালাম (৪১), রেজাউল করিম (৪৩), গোলাম মোস্তফা (৪৫), রিয়াজুল ইসলাম (৩১), আয়াত আলী (৫৫), আব্দুর রাজ্জাক (৩৫) ও নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা গ্ৰামের আব্দুল মজিদ (৫৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার উপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ফজলু মিয়ার বাড়ির পাশের জুয়ার আসর থেকে তাঁদের গ্রেপ্তার করে। তবে বাড়ির মালিক ফজলু মিয়া পালিয়ে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে তাস, নগদ ৮ হাজার ১২০ টাকা, ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ