হোম > সারা দেশ > রাজশাহী

চেক প্রতারণা মামলায় কারাগারে বদলগাছী উপজেলা চেয়ারম্যান

নওগাঁ প্রতিনিধি

চেক প্রতারণা মামলায় নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খানকে গতকাল সোমবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই দিন বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান। তিনি বলেন, গতকাল দুপুরে নওগাঁ শহরের কাঁচাবাজার এলাকা থেকে শামসুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, বদলগাছী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের বিরুদ্ধে আদালতে চেক প্রতারণার মামলা করেন হাতেম আলী নামের এক ব্যক্তি। ওই মামলায় সাজা হয় শামসুল আলমের। এরপর পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। গতকাল তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার বাদী হাতেম আলী বলেন, ‘শামসুল আলমের সঙ্গে আমার লেনদেন ছিল। পরে পাওনা টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেছিলাম। সেই মামলায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে শুনেছি।’

মামলার বাদী হাতেম আলী চেকে টাকার সংখ্যা জানাতে না চাইলেও একটি সূত্রে জানা গেছে, হাতেম আলী উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আট লাখ টাকা পান।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি আতিয়ার রহমান বলেন, ‘থানায় গ্রেপ্তারি পরোয়ানা আসার পরপরই চেয়ারম্যান শামসুল আলমকে গ্রেপ্তারের চেষ্টা করেছে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে পলাতক থাকায় এত দিন গ্রেপ্তার করা যায়নি। গতকাল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গ্রেপ্তারি পরোয়ানা কত তারিখে থানায় পৌঁছে? জানতে চাইলে ওসি বলেন, ‘কত তারিখে গ্রেপ্তারি পরোয়ানা থানায় এসেছে সেটি সঠিক মনে নেই। তবে আমরা গ্রেপ্তার করেছি, এটিই বড় বিষয়।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়