হোম > সারা দেশ > রাজশাহী

বাংলাদেশ পুলিশ একাডেমিতে অবমুক্ত হলো কালিম ও সরালি পাখি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার লেকে কালিম ও সরালি প্রজাতির ২৫টি পাখি মুক্ত অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক এসব পাখি অবমুক্ত করেন।  

এর আগে গত শনিবার  রাতে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুই শিকারির বাড়ি থেকে কালিম, জল ময়ূর এবং সরালি প্রজাতির  ২০১টি পাখি উদ্ধার করা হয়েছিল। আশপাশের মাঠ, বিল থেকে এসব পাখি ধরে ওই শিকারিরা ফেসবুকে প্রচার চালিয়ে বিক্রি করতেন। খবর পেয়ে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এসব পাখি উদ্ধার করে। দুই পাখি শিকারিকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানাও করা হয়। 

উদ্ধার করা পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রেখে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য সরবরাহ ও পরিচর্যা করা হয়। এরপর পাখিগুলোকে অবমুক্ত করা হয়। অন্যান্য পাখি নাটোরের চলন বিল ও পবার বিল ভেলায় অবমুক্ত করা হয়েছে। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাইফ ফটোগ্রাফার ও একাডেমির পুলিশ সুপার কারিকুলাম আনসার উদ্দিন খান পাঠান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন, ওয়ার্ল্ড লাইফ ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির এবং রাজশাহী বার্ড ক্লাবের প্রেসিডেন্ট ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার নাইমুল হাসানসহ প্রমুখ। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার