হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে টার্মিনালে রাখা দুটি বিআরটিসি বাসে আগুন

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার আবদুর রউফ বলেন, তাঁরা ভোর ৬টা ৪০ মিনিটে খবর পান যে, নওদাপাড়া বাস টার্মিনালে দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিয়েছে। সকাল ৭টার মধ্যেই তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে একটি বাসের সবগুলো আসন এবং আরেকটি বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।

পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয়া হয় । ওই আগুন পাশের বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে নয় মাস ধরে পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের কোনো মিছিল বা তাদের নেতাকর্মীদের সকাল ১০টা পর্যন্ত কোথাও দেখা যায়নি।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা