রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশনমাস্টার আবদুর রউফ বলেন, তাঁরা ভোর ৬টা ৪০ মিনিটে খবর পান যে, নওদাপাড়া বাস টার্মিনালে দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দিয়েছে। সকাল ৭টার মধ্যেই তারা আগুন নেভাতে সক্ষম হন। আগুনে একটি বাসের সবগুলো আসন এবং আরেকটি বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।
পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয়া হয় । ওই আগুন পাশের বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে রাজশাহীতে হরতালের সমর্থনে হেফাজতে ইসলামের কোনো মিছিল বা তাদের নেতাকর্মীদের সকাল ১০টা পর্যন্ত কোথাও দেখা যায়নি।