হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক হোসেন মিয়াকে আটক করা হয়। তাঁর বাড়ি শহরের চণ্ডীপুর এলাকায়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করেন। পরে তাঁরা গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। 

শিক্ষার্থীরা জানান, ডাকাত আতঙ্ক থাকার কারণে তাঁরা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন। 
রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তাঁরা। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। আর গাড়িচালককে সোনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, তিনি দেশি অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে তিনি জানাবেন।

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি