হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশি অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে একটি প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। গতকাল শনিবার রাত ৯টার দিকে নগরীর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক হোসেন মিয়াকে আটক করা হয়। তাঁর বাড়ি শহরের চণ্ডীপুর এলাকায়। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের সময় একটি প্রাইভেট কার থামান। পরে গাড়ির পেছন থেকে দেশি অস্ত্র উদ্ধার করেন। পরে তাঁরা গাড়িচালককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন। 

শিক্ষার্থীরা জানান, ডাকাত আতঙ্ক থাকার কারণে তাঁরা সন্দেহজনক গাড়ি তল্লাশি করছেন। 
রাতে রেলগেট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন তাঁরা। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। তখন গাড়ির পেছনে দুই বস্তা দেশি অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্র বিজিবির কাছে সোপর্দ করেন। আর গাড়িচালককে সোনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার জামিরুল ইসলাম জানান, তিনি দেশি অস্ত্র উদ্ধারের বিষয়ে এখনো কিছু জানেন না। খোঁজ নিয়ে তিনি জানাবেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর