হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ফেসবুক লাইভে থানায় নির্যাতনের অভিযোগ করলেন ছাত্রলীগ নেতা

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় ধরে নিয়ে নির্যাতনের পর টাকা আদায়ের অভিযোগ করেছেন ছাত্রলীগের এক নেতা। আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পেজে লাইভে এসে তিনি এ কথা জানান। 

ভুক্তভোগী মোখলেসুর রহমান মামুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি এবং ঢাকার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

এ বিষয়ে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) সইবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মামলা থাকার কারণে মামুনকে গ্রেপ্তার করা হয়েছিল। ফেসবুক লাইভে মামুন যে অভিযোগ করেছেন তা সত্য নয়। আমি অন্য মানুষের মাধ্যমে ফেসবুকে দেখলাম। মিথ্যা অভিযোগ করা হয়েছে। এখন আমি ডিজিটাল নিরাপত্তা আইনে ওর নামে মামলা করব।’ 

ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা বলেন, ‘ওসির নির্দেশে অনেক টাকা নিয়ে আমার ওপর নির্যাতন করেছে। আমাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ দিয়ে খারাপ ভাষায় কথা বলেছে। আমাকে মাকে জিজ্ঞাসা করেছে ব্যাটা কই। অনেকভাবে খারাপ ভাষায় কথা বলেছেন এসআই সইবুর রহমান। তার বিষয়ে আমি কিছু বলি, আমাদের মোহনপুরের গুনাইগাতী গ্রামে ৩-৪টি মার্ডার হয়েছে। তিনি বাদীর কাছ থেকে ৫৮ হাজার টাকা নিয়েছেন। তার পরও তাদের পক্ষে রায় দেয় নাই। চার্জশিট থেকে নাম কেটে দিয়েছে। আমার পরিবারের কাছ থেকে এসআই সইবুর রহমান ২০ হাজার টাকা নিয়েছে। আমি বিচার চাই। এসপি স্যারের কাছে বিচার চাই। ডিআইজি স্যারের কাছে বিচার চাই। আমি বাংলাদেশ পুলিশ প্রধানের কাছে বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি। আমাকে কেন এত নির্যাতন করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের পাশে থাকবেন। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’ 

এ বিষয়ে কথা বলতে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের সঙ্গে মোবাইলে ফোনে কয়েক বার যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার