হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ফ্ল্যাটে আগুন, আটকে পড়া ৩২ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী নগরীতে ১০তলা ভবনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। নগরীর সাগরপাড়ায় ভবনটির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে আজ শুক্রবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ভবনের সপ্তম থেকে দশম তলার ফ্ল্যাটগুলোর ৩২ জন বাসিন্দা আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে তাঁদের উদ্ধার করেন।

আগুন অন্য তলায় ছড়াতে না পারলেও সেলিনা খান নামের এক নারীর ষষ্ঠতলার ফ্ল্যাটটির সব আসবাব পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর দপ্তরের জ্যেষ্ঠ স্টেশন অফিসার আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুর রউফ জানান, নগরীর সাগরপাড়া বটতলা এলাকার ১০তলা ভবনটির ষষ্ঠতলার একটি ফ্ল্যাটের বেডরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিক পর্যায়ে ফ্ল্যাটের বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হন। পরে আগুন গোটা ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। তখন সপ্তম থেকে দশম তলার ফ্ল্যাটগুলোর ৩২ জন বাসিন্দা আটকা পড়েন। এ সময় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত ৪টা ৫০ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদরদপ্তরের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করা হয়। ভবনে একটিমাত্র সিঁড়ি থাকায় উদ্ধার করতে বেগ পেতে হয় বলেও জানান তিনি।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার