হোম > সারা দেশ > রাজশাহী

রাবির সেই একাডেমিক ভবনের সামনে হিমেলের নাম সম্বলিত সাইনবোর্ড

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’-লেখা সংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন। 

গত মঙ্গলবার রাতে নির্মাণাধীন ওই ভবনের সামনে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল। ট্রাকটি ওই ভবনের নির্মাণ সামগ্রী বহন করছিল। হিমেলের মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। 

বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী মিঠুন মোহন্ত বলেন, ‘আমরা প্রশাসনের কাছে হিমেলের নামে একাডেমিক ভাবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।’ 

তিনও আরও বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। এ ছাড়া বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয় ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ 

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল