হোম > সারা দেশ > রাজশাহী

রাবির সেই একাডেমিক ভবনের সামনে হিমেলের নাম সম্বলিত সাইনবোর্ড

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে ‘শহীদ মাহমুদ হাবিব হিমেল একাডেমিক ভবন’-লেখা সংবলিত একটি সাইনবোর্ড টাঙিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চারুকলা অনুষদের একদল শিক্ষার্থী এই সাইনবোর্ড টানিয়ে দেন। 

গত মঙ্গলবার রাতে নির্মাণাধীন ওই ভবনের সামনে ট্রাক চাপায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিমেল। ট্রাকটি ওই ভবনের নির্মাণ সামগ্রী বহন করছিল। হিমেলের মৃত্যুর পর থেকেই শিক্ষার্থীরা ভবনটি হিমেলের নামে নামকরণের দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারও এ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। 

বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী মিঠুন মোহন্ত বলেন, ‘আমরা প্রশাসনের কাছে হিমেলের নামে একাডেমিক ভাবনের দাবি জানিয়েছিলাম। প্রশাসনও সেই দাবি মেনে আমাদের আশ্বাস দিয়েছে। এটা কেবল একটা সাইনবোর্ড নয়, এটা আমাদের ভালোবাসা, আবেগ ও দাবির বহিঃপ্রকাশ।’ 

তিনও আরও বলেন, ‘দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই ভবনের নামকরণের সাইনবোর্ডটা আমাদের দাবিকে আরও জোরদার করে দৃশ্যমান রাখবে। এ ছাড়া বিভিন্ন সময় সড়কে আমাদের জীবন বিপন্ন হয় ঝরে পড়ে কিন্তু দৃশ্যমান কোনো শাস্তি আমরা দেখি না। এই অব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’ 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার