হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আমের রাজধানীতে আম সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে আম সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে এই সম্মেলন হয়। ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজনে এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় ৩৫০ জন আম উদ্যোক্তা অংশ নেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুস সামাদ এবং সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তৌফিক আজিজ।

বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক শহীদুল হক হায়দারী শহিদ মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিবগঞ্জ ম্যাঙ্গো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সেক্রেটারি ইসমাইল খান শামীম। এ ছাড়া বক্তব্য দেন ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্যসচিব আহসান হাবীব।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে আম সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

সম্মেলনে বক্তারা জানান, ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় ১ হাজার ৩০০ মেট্রিক টন আম ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়েছে। তবে রপ্তানির সম্ভাবনা বাড়লেও কীটনাশকের অবশিষ্টাংশ, আধুনিক প্যাকেজিং, হ্যান্ডলিং সমস্যা এবং শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ও পরিবহনের ঘাটতি—বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বক্তারা রপ্তানিমুখী জোন চিহ্নিতকরণ, প্রশিক্ষিত রপ্তানিকারক তৈরি, আধুনিক প্যাকিং হাউস স্থাপন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বে অবকাঠামো উন্নয়নের ওপর জোর দেন বক্তারা।

আম উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই সম্মেলন রপ্তানির নতুন দিগন্ত উন্মোচনে একটি মাইলফলক হয়ে উঠবে। আমের ভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আম চাষি ও উদ্যোক্তাদের সঙ্গে নিয়ে একযোগে কাঠামো উন্নয়নের কাজ করা হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন