হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ যুবককে ১০ বছর করে কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা জাহান আসামিদের অনুপস্থিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির উদ্দিনের ছেলে আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৬), ও বেতিল চরের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। এমন অভিযোগে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের শরীর তল্লাশি চালিয়ে চারটি দেশীয় পাইপগান ও চারটি কারতুজের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড