নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে খোরশেদ আলম নামে (১৪) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার মাধনগর রেলস্টেশনের উত্তরে শিমুলতলায় এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর গ্রামের বাবু উদ্দিনের ছেলে ও মাধনগর পুরুষোত্তম বাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
মাধনগর স্টেশন মাস্টার ও স্থানীয়রা জানান, সোমবার সকালের দিকে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুরে স্কুলছাত্র খোরশেদ আলম মাধনগর রেলস্টেশনের অদূরে শিমুলতলা এলাকায় কানে মোবাইলের হেড ফোন লাগিয়ে রেললাইনে বসে ছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে খোরশেদ আলম নিহত হয়। পরে সান্তাহার রেলওয়ে থানা-পুলিশে খবর দেওয়া হয়।