হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সংবাদ প্রকাশের পর নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে আর্থিক সহায়তা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর সীতাকুণ্ডের ঘটনায় নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার নাগরুহা গ্রামে শফিউল ইসলামের বাড়িতে তাঁর পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে এই নগদ অর্থ দেওয়া হয়।

গত ৭ জুন মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ডে নিখোঁজ ফায়ার ফাইটার ‘শফিউলের অপেক্ষায় পরিবার’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর শফিউলের বাড়িতে পরিদর্শন এবং তাঁর পরিবারকে অর্থ সহায়তা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ইউএনও। এ সময় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। 

উল্লেখ্য, ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত ৫ জুন সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তাঁর সহকর্মীদের সঙ্গে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধার অভিযানে পরবর্তী শফিউলের আর সন্ধান এখনো মেলেনি। তবে তাঁর ছোট ভাই মামুনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। 

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে