হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সংবাদ প্রকাশের পর নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে আর্থিক সহায়তা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর সীতাকুণ্ডের ঘটনায় নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার নাগরুহা গ্রামে শফিউল ইসলামের বাড়িতে তাঁর পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে এই নগদ অর্থ দেওয়া হয়।

গত ৭ জুন মঙ্গলবার চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুণ্ডে নিখোঁজ ফায়ার ফাইটার ‘শফিউলের অপেক্ষায় পরিবার’ শিরোনামে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরপর শফিউলের বাড়িতে পরিদর্শন এবং তাঁর পরিবারকে অর্থ সহায়তা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ইউএনও। এ সময় তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। 

উল্লেখ্য, ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত ৫ জুন সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ সময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তাঁর সহকর্মীদের সঙ্গে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধার অভিযানে পরবর্তী শফিউলের আর সন্ধান এখনো মেলেনি। তবে তাঁর ছোট ভাই মামুনের ডিএনএ সংগ্রহ করা হয়েছে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল