হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তানোর পৌরশহরের বেলপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোদাগাড়ী উপজেলার নাঈম ইসলাম (৩৩) এবং পবা উপজেলার আব্দুর রহিম (৩৬)। তাঁরা খননযন্ত্র ও ট্রাক্টরের চালক। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বেলপুকুলিয়া গ্রামের কৃষিজমিতে খনন যন্ত্র দিয়ে একটি চক্র মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে মৌখিকভাবে তাদের অবৈধভাবে মাটি কাটতে নিষেধ করা হয়। 

তারপরও ওই চক্রের সদস্যরা গোপনে নিষেধাজ্ঞা অমান্য করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে তা বিক্রি করছিলেন। এমন খবরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সে জন্য এ অভিযান অব্যাহত রাখা হবে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা