হোম > সারা দেশ > রাজশাহী

তানোরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তানোর পৌরশহরের বেলপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, গোদাগাড়ী উপজেলার নাঈম ইসলাম (৩৩) এবং পবা উপজেলার আব্দুর রহিম (৩৬)। তাঁরা খননযন্ত্র ও ট্রাক্টরের চালক। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার বেলপুকুলিয়া গ্রামের কৃষিজমিতে খনন যন্ত্র দিয়ে একটি চক্র মাটি কেটে তা বিক্রি করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে মৌখিকভাবে তাদের অবৈধভাবে মাটি কাটতে নিষেধ করা হয়। 

তারপরও ওই চক্রের সদস্যরা গোপনে নিষেধাজ্ঞা অমান্য করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে তা বিক্রি করছিলেন। এমন খবরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিল্লাল হোসেন জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটায় বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন অনুযায়ী তাদের জরিমানা করা হয়। কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সে জন্য এ অভিযান অব্যাহত রাখা হবে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে