হোম > সারা দেশ > রাজশাহী

ছেলের পছন্দের মেয়েকে অপহরণে অংশ নিলেন বাবাও, অবশেষে দুজনই গ্রেপ্তার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা উপজেলার জামনগর ইউনিয়নের রহমানপুর এলাকার বাসিন্দা। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দুজন হলেন আতাহার আলী (৪১) ও তাঁর ছেলে অন্তর আহম্মেদ (১৯)।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার রহিমানপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন অন্তর। বিষয়টি মেয়ের পরিবার অন্তরের বাবাকে জানালেও তিনি কর্ণপাত করেননি।

র‍্যাব জানায়, ৮ ফেব্রুয়ারি সকালে প্রাইভেট পড়ার জন্য মেয়েটি রহিমানপুর বাজারে গেলে বাবা-ছেলেসহ আরও তিন-চারজন মিলে মেয়েকে জোর করে অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা করেন মেয়ের বাবা। পরে থানা থেকে মেয়েটিকে উদ্ধারে র‍্যাবের সহায়তা চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই ধারাবাহিকতায় র‍্যাবের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে জেলা সদরের হরিশপুর বাইপাস মোড় এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তারসহ অপহৃত মেয়েকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মেয়েটিকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে গ্রেপ্তার বাবা-ছেলেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার