রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে বিজিবি। আজ সোমবার দুপুরে বিজিবির-৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এক কেজি ৬০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
বিজিবির ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪১ /৩-এস থেকে আনুমানিক ছয় কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের মাটিকাটা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ৬০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করা হয়েছে।
লে. কর্নেল আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।