হোম > সারা দেশ > রাজশাহী

হত্যা করে লাশ হাসপাতালে রেখে গেল যুবক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাবিল উদ্দিন (৩৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ভোরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কাবিল উদ্দিন পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিলেন। এ ছাড়া তিনি নিজের জমিতে চাষাবাদ করতেন। কাবিলের বাড়ি শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়িপাড়ায়। তাঁর বাবা শাহজাহান আলী একজন কৃষক।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে একজন যুবক কাবিল উদ্দিনকে মৃত অবস্থায় ভ্যানগাড়িতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে ওই যুবক দ্রুত সেখান থেকে চলে যান। কাবিলের শরীরে লাঠি ও ভারী কোনো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহতের পরিবার জানায়, কাবিল উদ্দিন গতকাল রাতে নিজের মোটরসাইকেলে করে পাশের গ্রামে একটি ওরস দেখতে যান, তবে রাতে আর বাড়ি ফিরে আসেননি। আজ ভোররাতে কাবিলের মৃত্যুর খবর শুনেন তাঁরা।

থানা-পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাবিল উদ্দিনের হত্যাকাণ্ডটি পরকীয়া-সংক্রান্ত কারণে ঘটেছে। নিহতের পরিবারও এ ঘটনায় সন্দেহ প্রকাশ করছে। কাবিলের মোটরসাইকেলটি একই গ্রামের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কাবিলকে হাসপাতালে নিয়ে যাওয়া যুবকের নাম সজীব। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নিহত কাবিল উদ্দিনের বাবা শাহজাহান আলী তাঁর ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান