হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সাবেক মেয়র জামিনে মুক্তির পর জেলগেটে গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মো. মোখলেসুর রহমান। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. মোখলেসুর রহমান জামিনে মুক্তির পর জেলগেট থেকে আবার গ্রেপ্তার হয়েছেন। আজ সোমবার জেলা কারাগারের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গতকাল রোববার ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় জজ আদালত থেকে জামিন পান তিনি।

বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন বলেন, আদালতের জামিনের আদেশ পাওয়ার পর আজ (সোমবার) সকালে সাবেক মেয়র মোখলেসুর রহমানকে মুক্তি দেওয়া হয়। পরে জেলগেট থেকে পুলিশের একটি দল তাঁকে আটক করে নিয়ে গেছে।

এর আগে ৬ মে ভোরে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মোখলেসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে তাঁকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁকে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন আদালতের মালখানা ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ। এ মামলায় সাত দিনের রিমান্ডেও ছিলেন তিনি।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, আজকে জেলা কারাগারের সামনের রাস্তা থেকে সদর থানার পুলিশ ও ডিবি তাঁকে আটক করে। বৈষম্যবিরোধী ছাত্রদের ওপরে হামলার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাঁকে আদালতে তোলা হবে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন