চাঁপাইনবাবগঞ্জে অবৈধ পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলার গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসান আলী (১৯) রাজশাহীর বাগমারা উপজেলার আচিনপুর ভবানীগঞ্জ এলাকার আনিসুর রহমানের ছেলে। আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায়। এ সময় একটি অটোরিকশায় থাকা এক যাত্রীকে তল্লাশি করে তাঁর কোমর থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয় এবং যাত্রী হাসান আলীকে আটক করা হয়।
পরে গোমস্তাপুর থানায় তাঁকে হস্তান্তরের পর তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।