বগুড়ার আদমদীঘিতে পুকুরে ডুবে আলিম সরদার (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের কেল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলিম সরদার ওই গ্রামের বাহাদুর সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে মায়ের সঙ্গে বিলে শামুক তোলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় আলীম। তার মায়ের বেখেয়ালে আলীম পুকুরের মাঝখানে ডুবে যায়। এ সময় তার মা দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার উপপরিদর্শক প্রদীপ কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।