রাজশাহীতে চেক জালিয়াতির মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাতে নগরীর টমটম চত্বর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম বেলাল হোসেন (৩২)। তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার দীঘলকান্দি গ্রামের লোকমান আলীর ছেলে।
আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এসব তথ্য জানিয়েছে। র্যাব জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল নগরীর টমটম চত্বর এলাকা থেকে বেলালকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, পুঠিয়া থানার চেক জালিয়াতির একটি মামলার পলাতক আসামি ছিলেন বেলাল। আদালতের পরোয়ানা মূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।