হোম > সারা দেশ > পাবনা

ছাত্রলীগের ৮ কর্মী গুলিবিদ্ধ, ঘটনার ৪ দিন পর মামলা

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের এক পক্ষ আরেক পক্ষের ওপর গুলি চালায়। এতে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার রাতে মামলা হয়েছে। 

পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাতকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার রাতে মামলা নথিভুক্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭-৮ জনকে মামলায় আসামি করা হয়ে আছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’ 

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা বাস টার্মিনালের পাশে মাসুম বাজারের সামনে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান ও তার সমর্থকদের ওপর গুলি চালায় পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত ও তার লোকজন। এতে ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি গুলিবিদ্ধ হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক