হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে পরকীয়ায় বাধা দেওয়ায় এক গৃহবধূকে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। মামলায় স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার উপজেলার কলমা ইউনিয়নের দিয়ারানটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিনই গৃহবধূর মৃত্যু হয়। 

নিহত গৃহবধূর নাম সাথী বেগম (২৩)। তাঁর বাবার নাম শহিদুল ইসলাম। তাঁর বাড়ি পাশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হাকরইল গ্রামে। 

গ্রেপ্তার আয়াতুল্লাহ (২৬) ও সাথী বেগম দম্পতির দুই সন্তান রয়েছে। এর মধ্যে তিন বছরের ছেলে ও পাঁচ মাস বয়সী এক মেয়ে রয়েছে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানায়, স্বামীর পরকীয়ায় বাধা দিয়ে আসছিলেন স্ত্রী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। গত বুধবার দুপুরে এর জেরে আয়াতুল্লাহ স্থানীয় বাজার থেকে বোতলে করে পেট্রল কিনে আনেন। এরপর উঠানে থাকা স্ত্রীর শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় সাথী বেগমের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে গতকাল বৃহস্পতিবার ঢাকায় স্থানান্তর করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে সাথী বেগমের মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম। তিনি বলেন, ‘পরকীয়ার জেরে স্বামী তাঁর স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যা করেছে বলে জেনেছি। এ ঘটনায় তানোর থানায় নিহতের বাবা শহিদুল ইসলাম বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা করেছেন। গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে স্বামীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার