হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বিএনপির ৪১ নেতাকর্মী জামিনে মুক্ত

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪১ জন বিএনপি নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে রাতেই কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তাঁদের বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রাও করেন নেতাকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। 

দলীয় নেতাকর্মী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় সদর থানার ওসি ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার শতাধিক লোককে আসামি করে মামলা রুজু করা হয়। সংঘর্ষের দিনই অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা গত ১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৪ জানুয়ারি জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজসহ ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, হাইকোর্টে সব আসামির জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন আদেশ কারাগারে আসার পর রাতেই ওই ৪১ জনকে মুক্তি দেওয়া হয়।

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা