হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে বিএনপির ৪১ নেতাকর্মী জামিনে মুক্ত

নাটোর প্রতিনিধি

নাটোরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলার এজাহারভুক্ত ৪১ জন বিএনপি নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। বিএনপির পক্ষ থেকে রাতেই কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। তাঁদের বরণ করে নিতে মোটরসাইকেল শোভাযাত্রাও করেন নেতাকর্মীরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব রহিম নেওয়াজ, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। 

দলীয় নেতাকর্মী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ নভেম্বর বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে নাটোর শহরের আলাইপুর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় সদর থানার ওসি ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোট ১১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় চার শতাধিক লোককে আসামি করে মামলা রুজু করা হয়। সংঘর্ষের দিনই অভিযান চালিয়ে পুলিশ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা গত ১ ডিসেম্বর উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ৪ জানুয়ারি জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজসহ ৮০ জন নেতাকর্মী নাটোরের জেলা ও দায়রা জজ শরিফ উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩১ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ৪৯ জনের জামিন মঞ্জুর করেন। 

আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর জানান, হাইকোর্টে সব আসামির জামিনের জন্য আবেদন করা হয়। সোমবার সন্ধ্যায় হাইকোর্ট থেকে জামিন আদেশ কারাগারে আসার পর রাতেই ওই ৪১ জনকে মুক্তি দেওয়া হয়।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে