হোম > সারা দেশ > রাজশাহী

চাঁদা না দেওয়ায় রাজশাহীতে মসজিদের ইমামকে কুপিয়ে জখম 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাজশাহীর দুর্গাপুরে আজিম উদ্দীন (৫৫)  নামে মসজিদের এক ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ  বৃহস্পতিবার উপজেলার কুহাড় গ্রামে এ ঘটনা ঘটে।   

আহত মসজিদের ইমামকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

আহত ইমাম আজিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে মসজিদে যাওয়া সময় কুহাড় গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান আয়নালের লোকজন পূর্বের শত্রুতার জের ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চেয়ারম্যানের লোক একই এলাকার আলী, নবী ও আলীর ছেলে সালাউদ্দিনসহ অজ্ঞাত ১০-১২ জন আমার ওপর অতর্কিত হামলা চালায়।

‘পরে চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা আমাকে বেঁধে রেখে নির্যাতন চালায়। সেনাবাহিনী ও দুর্গাপুর থানা-পুলিশকে খবর দিলে তারা আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।’  

তিনি আরও বলেন, ‘এর আগে গতকাল বুধবার সাবেক ইউপি চেয়ারম্যান আইনালের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে গণমাধ্যমকর্মীদের কাছে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার কারণে তারা আমার ওপর আরও বেশি ক্ষুব্ধ হয়ে অমানবিক নির্যাতন চালায়।’  

তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আয়নাল বলেন, ‘এলাকায় চাঁদাবাজি হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা। গত কয়েক দিন আগেও আমার নামে চাঁদাবাজির নিউজ হয়েছে। আমি পত্রিকায় তার প্রতিবাদ দিয়েছি। এ ছাড়া আজ বৃহস্পতিবার মসজিদের ইমামকে মারধরের ব্যাপারে আমি কিছুই জানি না। কারণ, আমি এখন সিলেটে অবস্থান করছি। আমি বাসায় নাই।’ 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলার কুহাড় গ্রামে মসজিদের এক ইমামকে আটকে নির্যাতনের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় হামলার সঙ্গে জড়িত নবী নামে একজনকে আটক করা হয়েছে।’ তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল