সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় জাহিদুল ইসলাম টিক্কা নামের এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম টিক্কা হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও চড়িয়াকান্দিপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন, বেলা পৌনে ২টার দিকে ইউপি সদস্য জাহিদুল ইসলাম টিক্কা ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাতনামা একটি বাস তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বেলা ৩টার দিকে তিনি মারা যান। নিহত ব্যক্তির মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।