হোম > সারা দেশ > রাজশাহী

রাসিক নির্বাচন: মেয়র পদের মনোনয়নপত্র নিলেন জাপার সাইফুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাপার নেতারা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

তবে এ সময় জাপার প্রার্থী দলটির রাজশাহী মহানগরের আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রাহাত হোসেন, মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন মিন্টু, সদস্যসচিব ওয়াসিউর রহমান দোলন, সদস্য রেজাউল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

প্রার্থী সাইফুল ইসলাম স্বপন জানান, ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। তবে আগামী ২০ কিংবা ২১ তারিখে তিনি মনোনয়নপত্র দাখিল করবেন। এরপর প্রতীক বরাদ্দ হলে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এখন ইশতেহার প্রস্তুতের কাজ করছেন তাঁরা। 

রাসিক নির্বাচনে এবার জাপা ছাড়াও আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র তোলা হয়েছে। দ্বিতীয় মেয়র প্রার্থী হিসেবে জাপার সাইফুল ইসলাম স্বপনের পক্ষে মনোনয়নপত্র তোলা হলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুরশিদ আলম ফারুকীর মনোনয়নপত্র এখনো তোলা হয়নি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার