হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে পাটবোঝাই ট্রাকে আগুন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর মোহনপুর উপজেলায় পাটবোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কিছু পাট পুড়ে গেলেও ট্রাকের কোনো ক্ষতি হয়নি। স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে মোহনপুরের খাড়ইল এলাকায় যমুনা জুট মিলের সামনে এ ঘটনা ঘটেছে। গভীর রাতে ট্রাকটি পাট নিয়ে এই জুট মিলেই এসেছিল। রাতে ফটক না খোলার কারণে জুট মিলের সামনে পাট নিয়ে অপেক্ষা করছিল ট্রাকটি। কীভাবে ট্রাকে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। পুলিশ তদন্ত শুরু করেছে। ট্রাকটিও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, ‘ট্রাকটিতে কীভাবে আগুন লেগেছিল তা আমরা নিশ্চিত নই। সাধারণত এত গভীর রাতে অবরোধের সমর্থনে কোনো গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে না। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে বিএনপির ডাকা অবরোধের মধ্যেও আজ বুধবার রাজশাহী নগরীর চিত্র স্বাভাবিক দেখা গেছে। শহরে বিএনপির কোনো কর্মসূচি চোখে পড়েনি। তবে সকালে নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা। বিএনপি-জামায়াতের অবরোধ প্রতিহত করতে বিভিন্ন এলাকায় অবস্থান করছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ